নষ্ট ছেলের কষ্ট
- মোঃ খোরশেদ আলম ২৯-০৪-২০২৪

উহ! ভালবাসা কত কষ্ট
কষ্ট ভালবাসা কি যে কষ্ট
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে
তবুও শেষ হয়না ভালবাসার জীনব
ময়লা পচার মত ছড়ায় নষ্ট প্রেমের কষ্ট
উহ! ভালবাসা কষ্ট কি কষ্ট বিষন কষ্ট ।

যখন মনের মাঝে জমা হয় কষ্ট, ভালবাসার কষ্ট
সব কিছু যেন ভেঙ্গে চুরে যায় আসেনা শরীরে বল
নিজের জীবন নিজেই করি নষ্ট
উহ! ভালবাসা কি কষ্ট শুধু কষ্ট বিষণ কষ্ট ।

ভালবাসায় বেঁধেছি বুকে আশা কে জানে কি জানে
ভালবাসা নিবে বহুরূপ লালিত প্রেম ভাঙ্গবে অর্জিত ভালবাসা
ছাড়বে আমার হাত বাঁধবে অন্য হাতে বাসা
চুরমার করে আমার জামানো আশা
উহ! ভালবাসা কষ্ট কি কষ্ট বিষন কষ্ট ।

ভালবেসেছি প্রিয়া তোমায় খুঁজতে সুখের পরশে কিছু সুখ
বুঝিনি হারাবে ভালবাসা নিয়ে থাকবো জনমের পর জনম
হারানো ব্যথা আর স্মৃতিময় কিছু দুঃখ
ভালবাসা আমার ভালবাসা হারিয়ে ফেলেছি তোমায়
জানিনা এখন তুমি কার বাসরে বেঁধেছ নতুন করে আশা
উহ! ভালবাসা কষ্ট কি কষ্ট বিষন কষ্ট ।

ভালবাসায় আমি ছিলাম লাজুক একটা ছেলে
তাই বুঝি চলে গেলে তুমি চুপচাপ কিছু না বলে
ভালবাসা হারিয়ে আমি এখন দুঃখী নষ্ট ছেলে হয়ে পথে পথে গুরি
বেয়াদবের মত ব্যবহার আমার নেশা আর পিপাসায়
নষ্ট মেয়ে সাথে নিয়ে দেই ঝাঁকি
উহ! ভালবাসা কষ্ট কি কষ্ট বিষন কষ্ট ।

ভালবাসা আমার চলে পতিতার ঘরে একটু শরাপ
সাথে হেরোইন আর পেন্সিডিলের মত নেশায় মাতাল গোঁরে
ভালবাসা এখন মুহূর্তে ফিরে আসে মুহূর্তে চলে যায় স্বপনের পথ দ্যাখেনা !
ভালবাসা এখন সেই দূর পথে বসে অপেক্ষার প্রহর গুনেনা
উহ! ভালবাসা কষ্ট কি কষ্ট বিষন কষ্ট ।

ভালবাসা এখন টাকায় উড়ে ফকিরের মাথার মণী
ভালবাসার জাত পালটে গেছে খুঁজতে শিখেছে ধনী
ভালবাসা এখন কাঁদেনা রাখালের বাঁশি শুনতে
ভালবাসার শুর গানের সুরে মন চাইলে নেয় পালটে
উহ! ভালবাসা কষ্ট কি কষ্ট বিষন কষ্ট ।

ভালবাসার জন্য নষ্ট হয়েছি কষ্টে বেঁধেছি বুকে
ভালবাসায় থাকো প্রিয়া থাকো তুমি সুখে
তবে শোন আমার এই ভালবাসা ছিল শুধু তোমার জন্য
শুনবেনা অন্য কারো মুখে , লিখবেনা কবিতা গাইবেনা গান
পাগলের মত যখন মনে পড়বে তোমাকে
উহ! ভালবাসা কষ্ট কি কষ্ট বিষন কষ্ট ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।